১০ হাজার টাকায় দার্জিলিং ভ্রমন!






মাত্র ১০ হাজার টাকার মধ্যেই আপনি সেরে নিতে পারেন স্বপ্নপুরী দার্জিলিং যাওয়া আসার যাবতীয় কার্যক্রম। তবে এ হিসাবটা শুধু বুড়িমারী সীমান্ত পথের। কলকাতার শিয়ালদহ হয়ে গেলে এ হিসাব বেড়ে দাঁড়াবে সর্বসাকুল্যে ১৫ হাজার টাকায়।
ঢাকার কল্যানপুর থেকে রাত ৮ টায় শ্যামলী বাসে যাত্রা শুরু করে ভোরে বুড়িমারি সীমান্তে পৌছে গেলাম। নাস্তা আর ইমিগ্রেশনের সব প্রক্রিয়া শেষ করতে সকাল ১০টা। চ্যাংড়াবান্দায় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সেরে শ্যামলীর বাসে শিলিগুড়ির পথে যাত্রা শুরু করলাম ঠিক ১২টায়। শিলিগুড়ি জিপ স্টেশন থেকে দার্জিলিংগামী টাটা সুমো জিপে রওনা হলাম দার্জিলিংয়ের পথে। ঠিক ৫ টায় পৌছে গেলাম নয়নাভিরাম দার্জিলিং। শীতের শুরু বা শেষের দিকে দার্জিলিং ভ্রমণের জন্য ভালো।
দার্জিলিং জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত একটি অবকাশ যাপন কেন্দ্র।
কিভাবে যাবেন: বাংলাদেশ থেকে দার্জিলিং যাওয়ার সহজ বাবস্থা হচ্ছে বাস (প্রায় ২৪থেকে ২৮ ঘণ্টা লাগবে)। ঢাকা থেকে বেশ কিছু পরিবহনের বাস সরাসরি বুরিমারি, লালমনিরহাট যায়। যেতে সময় লাগবে ১০ থেকে ১২ ঘণ্টা। বুরিমারি এদিককার বাংলাদেশ ভারত সীমান্ত শহর। চার-পাঁচটা দোকান আর কয়েকটা বাস কোম্পানীর অফিস এই হলো বুড়িমারী, একটা রেল স্টেশন আছে কিন্তু চালু না, ভারত থেকে কয়লা আর পাথর টানা হতো একসময়। এরই মাঝে বুড়ীর দোকান, একসময় খুপরী ঘর ছিলো, এখন পাকা দালান, একনামে চেনে সবাই। যারা এ লাইনে নিয়মিত যাতায়াত করেন তাদের কাছে সকালের নাস্তার জন্য প্রথম পছন্দ বুড়ীর হোটেল।
ইমিগ্রেশন পেরোতে সময় লাগবে ২ ঘণ্টার মত। বুড়ীমারীর ওপারে জায়গাটার নাম চেংড়াবান্ধা, ওপারে বাস আছে, টেক্সি আছে, শিলিগুড়ী টেক্সিতেও যাওয়া যায়, ৮২ কিঃমিঃ নেবে ৫০০রুপীর মতো। চেংড়াবান্ধা থেকে যেতে হবে শিলিগুড়ি সময় লাগবে দুই ঘন্টার উপর। শিলিগুড়ী মহকুমা শহর (জেলা দারজিলিং) হলেও অনেক বড়ো, ভারতের পূর্বাঞ্চলের সাতটা রাজ্যের জিনিষপত্র শিলিগুড়ী হয়েই যায়, তাই এর গুরুত্ত অনেক। শিলিগুড়ী থেকে দার্জিলিং জীপ ভাড়া সাধারণত ৭০০-৮০০ রুপীর মাঝেই থাকে। শিলিগুড়ী থেকে ৩৫ কিমি যাবার পর কার্সিয়াং, ছোট্টো হিল্ স্টেশন। এখান থেকে সোজা দার্জিলিং, সময় লাগবে ঘণ্টা ২ এর মত।
ঢাকার কল্যানপুর থেকে রাত ৮ টায় শ্যামলী বাসে যাত্রা শুরু করে ভোরে বুড়িমারি সীমান্তে পৌছে গেলাম। নাস্তা আর ইমিগ্রেশনের সব প্রক্রিয়া শেষ করতে সকাল ১০টা। চ্যাংড়াবান্দায় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সেরে শ্যামলীর বাসে শিলিগুড়ির পথে যাত্রা শুরু করলাম ঠিক ১২টায়। শিলিগুড়ি জিপ স্টেশন থেকে দার্জিলিংগামী টাটা সুমো জিপে রওনা হলাম দার্জিলিংয়ের পথে। ঠিক ৫ টায় পৌছে গেলাম নয়নাভিরাম দার্জিলিং। শীতের শুরু বা শেষের দিকে দার্জিলিং ভ্রমণের জন্য ভালো। দার্জিলিং জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত একটি অবকাশ যাপন কেন্দ্র।কিভাবে যাবেন: বাংলাদেশ থেকে দার্জিলিং যাওয়ার সহজ বাবস্থা হচ্ছে বাস (প্রায় ২৪থেকে ২৮ ঘণ্টা লাগবে)। ঢাকা থেকে বেশ কিছু পরিবহনের বাস সরাসরি বুরিমারি, লালমনিরহাট যায়। যেতে সময় লাগবে ১০ থেকে ১২ ঘণ্টা। বুরিমারি এদিককার বাংলাদেশ ভারত সীমান্ত শহর। চার-পাঁচটা দোকান আর কয়েকটা বাস কোম্পানীর অফিস এই হলো বুড়িমারী, একটা রেল স্টেশন আছে কিন্তু চালু না, ভারত থেকে কয়লা আর পাথর টানা হতো একসময়। এরই মাঝে বুড়ীর দোকান, একসময় খুপরী ঘর ছিলো, এখন পাকা দালান, একনামে চেনে সবাই। যারা এ লাইনে নিয়মিত যাতায়াত করেন তাদের কাছে সকালের নাস্তার জন্য প্রথম পছন্দ বুড়ীর হোটেল। ইমিগ্রেশন পেরোতে সময় লাগবে ২ ঘণ্টার মত। বুড়ীমারীর ওপারে জায়গাটার নাম চেংড়াবান্ধা, ওপারে বাস আছে, টেক্সি আছে, শিলিগুড়ী টেক্সিতেও যাওয়া যায়, ৮২ কিঃমিঃ নেবে ৫০০রুপীর মতো। চেংড়াবান্ধা থেকে যেতে হবে শিলিগুড়ি সময় লাগবে দুই ঘন্টার উপর। শিলিগুড়ী মহকুমা শহর (জেলা দারজিলিং) হলেও অনেক বড়ো, ভারতের পূর্বাঞ্চলের সাতটা রাজ্যের জিনিষপত্র শিলিগুড়ী হয়েই যায়, তাই এর গুরুত্ত অনেক। শিলিগুড়ী থেকে দার্জিলিং জীপ ভাড়া সাধারণত ৭০০-৮০০ রুপীর মাঝেই থাকে। শিলিগুড়ী থেকে ৩৫ কিমি যাবার পর কার্সিয়াং, ছোট্টো হিল্ স্টেশন। এখান থেকে সোজা দার্জিলিং, সময় লাগবে ঘণ্টা ২ এর মত। <a href="http://www.freebiebitcoin.com">Earn free bitcoin</a>


















"Amazing Darjeeling - The Queen of Hills......😍😱😚".
I have completed my Darjeeling Tour a few days ago. Just now I am reminiscing a wonderful & unbelievable trip to Darjeeling🌴!
You must be lured by the dazzling snow peaks of Kanchenjunga overlooking the hill town! And the beautiful tea gardens on the slopes of rolling hills, the orchids, pines & rhododendrons, the cute Himalayan toy train whistling its way through the mountains? And you want to combine all that with great sightseeing tours, food, shopping and other exciting activities, Right?
Yes, it's all possible in Darjeeling, a gem of a place known for its youthful vibe combined with modern as well as colonial charm. Excited! But perfectly planning & designing a tour here in the hills is tricky.
I have been exploring Darjeeling for decades, initially as a vacationer and then as a travel writer. Over time I have looked into many aspects of Darjeeling at great depths and can perhaps claim that I know almost every nook & corner of the hills and a lot about its life, people & culture.

Popular posts from this blog

বরিশাল

সেন্টমার্টিন দ্বীপের জনপ্রিয় দশটি রিসোর্ট/হোটেল

বগালেক